Friday, March 17, 2017

স্বপ্নিলের স্বপ্ন ! লেখেছেনঃ- Pranto Sunny

স্বপ্নিলের স্বপ্ন !
স্বপ্নিলের স্বপ্ন !
লেখেছেনঃ- Pranto Sunny

ছেলেবেলা থেকেই স্বপ্নিল এর ভ্রমন করার খুব শখ । স্বপ্নিল এর ছেলেবেলা কাটে অনেক টা ঘরের ভেতর বন্দী অবস্থায় । ঘরে থাকতে থাকতে একটা সময় স্বপ্নিল নিজেকে ভীষন অসহায় মনে করতো। করার অবশ্য অনেক গুলোই কারন আছে বাবা-মা কেউ তাকে সময় দিতো না । শুধু স্কুলের সময় স্কুলে যাওয়া আর বাসার স্যারের কাছে পড়া এই ছাড়া আর কিছুই করার ছিলোনা ।
স্বপ্নিল সব সময় এই জীবন থেকে মুক্তি চাইতো,
একদিন সে কাউকে কিছু না জানিয়েই বাসার থেকে বের হযে যায় অজানার উদ্দেশ্যে । কেউ যেনও তাকে আর বাসার চার দেযালের মধ্যে বন্দি করে না রাখতে পারে ।
বাসা থেকে বের হয়ে সে সন্দিহান !
বাসায় না ফিরে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছে

[প্রত্যেক দিনের টিফিনের টাকা বাচিয়ে রেখেছিলো ভবিষ্যত্‍ এ কাজে লাগবে এই চিন্তা করে]

সেই কিছু টাকা ছারা তার সাথে আর কিছুই নেই  সে জানেও না দুনিয়া কতোটা নিষ্ঠুর ।
সে কিছুই চেনে না ! তার মনের মধ্যে কথা একটাই সে এই ইট-দালান থেকে পালিয়ে কোথাও স্বাধীন ভাবে বাচবে ।
যেখানে কিছুটা স্নেহ পাওয়া যাবে সে এমন কোনো যায়গার সন্ধান করছে, যেখানে মানুষগুলো একে অন্যকে ভালোবাসবে ।
এই দিকে স্বপ্নিল বাসা থেকে যে নাই হয়ে গেছে এই দিকে কারো কোনো নজর নেই, সবাই সবার কাজে ব্যস্ত ।
স্বপ্নিল তার মনের রাজ্যের খোজে হেটেই চলেছে কিন্তু কোথাও সেই রাজ্যের দেখা পাচ্ছে না সে !
এই শহর থেকে ওই শহর কোথাও নেই সেই রাজ্য, এভাবে চলতে চলতে তার পকেটের টাকাও প্রায় ফুরিয়ে গেলো ।
তাকে যে সামনে আরো অনেকটা পথ পারি দিতে হবে । সে দেখলো রাস্তার পাশে একটা আইস-ক্রীমের দোকান।
দোকানীকে বলে সে একটা কাজের ব্যবস্থা করে ফেললো।

[ছেলেটিকে দেখে দোকানীর ও খুব মায়া হলো তাই সে তাকে কাজে রেখে দিলো ]

কিছুদিন কাজ করে সে কিছু টাকা জমিযে আবারো বেরিয়ে পরলো সেই রাজ্যের খোজে !
কিন্তু এতোদিনে সে বুঝে গেছে এই যুগের মানুষগুলো খুব-ই স্বার্থপর !
কেউ কারো ভাবনার কদর করতে জানে না ।
সবাই ভাবে টাকাই বুঝি সব সুখ বয়ে আনে !!!
এভাবে দিন গরাতে লাগলো এবং স্বপ্নিল ও টিন-এজার থেকে যুবকে পরিনতো হলো
এতো দিনে অনেক শহর, অনেক রাস্তা, অনেক জনপদ ঘোরা হয়ে গেছে স্বপ্নিলের ..

কিন্তু,
তবুও তার স্বপ্নের রাজ্যের ঠিকানা সে এখনো খুজে পেলো না!
একটা সময় নিজেকে নিয়ে ভাবতে ভাবতে কখন যে,
সর্বনাশা মদের নেশা তাকে পেয়ে বসলো সে নিজেও বুঝলো না !

এখন মদ ই তার একমাত্র কষ্ট ভুলিয়ে দেয়ার সাথী...
বিভীন্ন দেশ ঘুরে ক্লান্ত, মদের ভযংকর নেশা আস্তে আস্তে তার শরীরটা কে সহ্যের শেষ সীমানায় নিয়ে গেলো ।

একটা সময মুসাফিরের মতো তার মরন হলো ! তার লাশের ও কোনো ওযারিশ পাওয়া গেলো না। এবং একটা গর্ত খুরে লাশটা মাটি চাপা দেওয়া হয়ে গেলো !
এভাবেই মা-বাবার আদর-হীন একটি ছেলে স্বপ্নিল নামক একটি অধ্যাযের পরিসমাপ্তি ঘটলো !

[ বি:দ্র: এটি একটি কাল্পনিক গল্প ! অনেকটা কাল্পনিক আবার অনেকটাই বাস্তবিক, আমাদের সমাজে এমন ঘটনা অনেক ঘটছে যার ব্যাপারে আমরা হযতো কিছুই জানি না, কিন্তু বাবা-মা রা তাদের সন্তান কে বাসায় আটকে রেখে স্কুলে পাঠিয়েই মনে করে তাদের কর্তব্য শেষ, সন্তানরা ভালোবাসা চায়, একটু আদর চায়, একটু মমতা চায় তাদের কে তা দিন, তাহলে আপনার সন্তানদের আর স্বপ্নিল এর মতো অবস্থার সম্মুক্ষীন হতে হবে না ! ]
এই সময়ে ৬/০৮/২০১৩ ১১:৪৬:০০ AM 

No comments:

Post a Comment