Friday, August 4, 2017

আজ শ্রাবনের

আজ শ্রাবণের বাতাস বুকে, এ কোন সুরে গায়

আজ বরষা, নামলো সারা আকাশ আমার পায়

 

আজ শুধু মেঘ সাজাই মেঘে, আজ শুধু মেঘ বুকে

আজ শুধু বিষ ঢালবে আকাশ, বিষ মেশানোর সুখে

 

দাও ঢেলে দাও যে প্রেম আমার হৃদয় জ্বলে যায়

আজ বরষা নামলো সারা আকাশ আমার পায়
 

দিগন্ত লীন মাঠের উপর থাকছি আমি শোয়ে

এই কপালের সমস্ত তাপ বর্ষা দেবে ধোঁয়ে

 

এর বেশী কি পাওয়ার থাকে, এর বেশী কে চায়

আজ বরষা নামলো সারা, আকাশ আমার পায়

 

আজ শ্রাবণের বাতাস বুকে, এ কোন সুরে গায়

আজ বরষা, নামলো সারা আকাশ আমার পা

কে প্রথম কাছে এসেছি

কে প্রথম কাছে এসেছি?

কে প্রথম চেয়ে দেখেছি?

কিছুতেই পাই না ভেবে-

কে প্রথম ভালবেসেছি?

তুমি-? না আমি-?

কে প্রথম কাছে এসেছি?

কে প্রথম চেয়ে দেখেছি?

কিছুতেই পাই না ভেবে-

কে প্রথম ভালবেসেছি?

তুমি-? না আমি-?

ডেকেছি কে আগে?

কে দিয়েছে সারা?

কার অনুরাগে-

কে গো দিশাহারা?

ডেকেছি কে আগে?

কে দিয়েছে সারা?

কার অনুরাগে-

কে গো দিশাহারা?

কে প্রথম মন জাগানো-

সুখে হেসেছি?

তুমি-? না আমি-?
কে প্রথম কাছে এসেছি?

কে প্রথম চেয়ে দেখেছি?

কিছুতেই পাই না ভেবে-

কে প্রথম ভালবেসেছি?

তুমি-? না আমি-?

কে প্রথম কথা দিয়েছি?

দুজনের এ দুটি হৃদয়

একাকার করে নিয়েছি ।

শুরু হল কবে

এত চাওয়া পাওয়া-

একই অনুভবে

একই গান গাওয়া-

শুরু হল কবে

এত চাওয়া পাওয়া-

একই অনুভবে

একই গান গাওয়া-

কে প্রথম মন হারানো

স্রোতে ভেসেছি?

তুমি-? না আমি-?

Wednesday, August 2, 2017

এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধর


এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধর
এ কেমন কান্না তুমি আমায় যখন আদর কর

জন্মের আগেও জন্ম পরেও জন্ম তুমি এমন
সুরের ও গভীর সুরে পদাবলীর ধরন যেমন

কথা নয় নিরবতায় সজলতার আখর ভর
এ কেমন কান্না তুমি আমায় যখন আদর কর

এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধর
এ কেমন কান্না তুমি আমায় যখন আদর কর

এসেছি আগেও আমি যখন তুমি পদ্মাবতী
কবেকার পুঁথির শোলোক তোমার মতই অশ্রুমতী

অশ্রুর একটি ফোঁটায় জন্ম আমার আমার মরন
নীরবে জাতিস্মরের গল্প বলাই আমার ধরন

ঝরেছ বৃষ্টি হয়ে আগেও তুমি আবার ঝর
এ কেমন কান্না তুমি আমায় যখন আদর কর

ওগো আবার নতুন করে

ওগো আবার নতুন করে

ভুলে যাওয়া নাম ধরে ডেকো না

হারানো স্বপন চোখে একো না।।
ঝরা মালা বুকে তুলে নিয়ে

স্মৃতির সুরভী ঢেলে দিয়ে

ফাগুনের গান মনে রেখো না

হারানো স্বপন চোখে একো না।।
আবার মাধবীলতা বাতাসে

চেয়ো না ওগো দোলাতে।

যে ব্যাথা নিয়েছি মেনে

অকারণে এসো না তা ভোলাতে
যে আশা হয়েছে ওগো মিছে

শুধু আলেয়ার পিছে পিছে।

সমব্যাথা দিয়ে তারে রেখো না

হারানো স্বপন চোখে একো না।।
Transliteration

Tuesday, August 1, 2017

দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক।

দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক।
এই দুনিয়া ঘুরে বনবন বনবন
ছন্দে ছন্দে কত রঙ বদলায়
রঙ বদলায় ।
কখনও পিঙ্গল, কখন সবুজ,
কখন বুঝি আর কখন অবুঝ।
হৃদয় দিলে যার হৃদয় মেলে
হৃদয় যাবে সে কাল, পথে ফেলে ।
গোলক ধাঁধারে ভাই, তাই লেগেছে তাক ।
ও এই ঘুরন্ত নাগর দোলায়
কখন কাঁদায় আর কখন ভুলায় ।
কখন সাদা আর কখন কালো
কখন মন্দ যে কখন ভালো ।
জীবন জুয়ায় বীর জিতে গেলে,
বোকার হদ্দ যদি হেরে গেলে ।
কপাল মন্দ আজ, কাল চিচিং ফাঁক।
এই দুনিয়া ঘুরে বনবন বনবন
ছন্দে ছন্দে কত রঙ বদলায়
রঙ বদলায় ।