Sunday, July 30, 2017

বল মন সুখ বল

বল মন সুখ বল
বলে চল অবিরল
তোর সুখ নামে যদি
সুখ আসে জীবনে
বল মন বলে চল
না ভেবেই ফলাফল
যদি তোর ডাকে
বসন্ত আসে শ্রাবনে...
বল মন প্রেম বল
প্রেমহীন জীবনে
জীবনে না থাকুক
প্রেম থাকুক স্বপনে
ওরে বল মন বল
যে জানে সে জানে
একা তুই ই সম্বল...
দুটি চোখ ঢাকে যদি আঁধার..
আসে যদি বাঁধা আবার আবার...
যুগ যুগ ধরে তোর পথ চলা
পথেরি ধুলোতে খোঁজা সিংহদ্বার..
তবু পথ আরো পথ
শুনি জীবন নাকি...
ঝড়া ফুল সঙ্গী
আরো কতো যে বাকি..
জানিনা এ অসনির আভাস
ভোরের ই আকাল ভুলেছে বিভাস
বাতাসের বাঁশি কই সুর ছড়াই..
নিথর বনানি ছড়া দীরঘশ্বাস
তবু পথ আরো পথ
শুনি জীবন নাকি..
ঝড়া ফুল সঙ্গী
আরো কত যে বাকি..

যা যা ফেরারী মন

যা যা ফেরারী মন
ছেড়ে স্মৃতির কোন
সব পাখি উড়েযায় যে অজানায়
সে অজানারি ডানায়
ফের এক অধ্যায়
লেখা হোক ফুলের পাতায়
পাতায়
যা যা ফেরারী মন
ছেড়ে ধূসর স্মৃতির কোন
হয়নি হয়নি জানা কখন ভীজেছে ডানা
শেষ খেয়া ফিরে গেছে কখন
আকাশ ডাকে আয়রে আয়রে আয়
বাউল মন ভাসুক দখিনায়
গোধূলি আকাশ স্বাধীন এখন
যা যা ফেরারী মন
হয়তো সময় হল এখন
এসেছে উড়ার ডাক
সবকিছু পরে থাক

Sunday, July 23, 2017

তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচুড়া ..

তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচুড়া .......(2)
তুমি তাই দু হাত ভরে দিলে আগুন উজাড় করে
সেকি তোমার অহংকার
তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচুড়া
তুমি চাও বাওল বাতাস কিংবা হঠাত্ সর্বনাশা আগুন খেলা
শান্তো আকাশে তখন সাজের বেলা........(2)
এমনি তোমার ইচ্ছে চলায় যায় ভেসে যায় পাগল পারা
তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচুড়া
যদি ধরো যে তার বাজি আমি হেরেই যেতে রাজি ...(2)
কখনো কী শুন্যো মন অরণ্য কোনে হওনি নিজের মুখোমুখি
ভালোবাসার আধার তোমায় পোরায় নি কী.... (2)
সে আঁধারে তুমি কী আমার অহংকারের পাও নি সারা
তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচুড়া
তুমি তাই দু হাত ভরে দিলে আগুন উজাড় করে
সেকি তোমার অহংকার
তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচুড়া
তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচুড়া

Sunday, July 9, 2017

কোথা পাবি ওরে মন আমার মন ভালবাসা

কোথা পাবি ওরে মন আমার মন ভালবাসা
দ্বিধাহিন স্বপ্ন সুনির্বিড় হয়ে সুনিবিড় জিজ্ঞাসা
কোথা পাবি ওরে মন আমার মন ভালবাসা
দ্বিধাহিন স্বপ্ন সুনির্বিড় হয়ে সুনিবিড় জিজ্ঞাসা
তোর হল্লা দুটি চোখ চেয়ে আছে রে পথ

সেই পথেই আছে মুক্তি মহাকালের রথ
তাই প্রতিক্ষা তোর গানে
তোর অঘোষিত তানে পায় ভাষা
কোথা পাবি ওরে মন আমার মন ভালবাসা
দ্বিধাহিন স্বপ্ন সুনির্বিড় হয়ে সুনিবিড় জিজ্ঞাসা
...
বুঝে নে রে মন বুঝে নে রে মন নিসাব কোনদিনও
বলে দে রে মন সবকিছুকেই কোন ভাবে যায় না কেনা
বুঝে নে রে মন বুঝে নে রে মন নিসাব কোনদিনও
বলে দে রে মন সবকিছুকেই কোন ভাবে যায় না কেনা
তাই আকাশে ছড়িয়ে দে রে তোর অভিমত
সেই পথেই আছে মুক্তি মহাকালের রথ
তাই প্রতিক্ষা তোর গানে
তোর অঘোষিত তানে পায় ভাষা
কোথা পাবি ওরে মন আমার মন ভালবাসা
দ্বিধাহিন স্বপ্ন সুনির্বিড় হয়ে সুনিবিড় জিজ্ঞাসা
...
ডেকে নে রে মন ডেকে নে রে তোর বলার ছন্দে তাকে
আধারে নিস্তব্ধ পথে দেখেছিলিস যাকে
ডেকে নে রে মন ডেকে নে রে তোর বলার ছন্দে তাকে
আধারে নিস্তব্ধ পথে দেখেছিলিস যাকে
ভুল পথের ধুলোয় চেনা সুখ চেনা গথ
সেই পথেই আছে মুক্তি মহাকালের রথ
তাই প্রতিক্ষা তোর গানে
তোর অঘোষিত তানে পায় ভাষা
কোথা পাবি ওরে মন আমার মন ভালবাসা
কোথা পাবি ওরে মন আমার মন ভালবাসা
দ্বিধাহিন স্বপ্ন সুনির্বিড় হয়ে সুনিবিড় জিজ্ঞাসা
তোর হল্লা দুটি চোখ চেয়ে আছে রে পথ
সেই পথেই আছে মুক্তি মহাকালের রথ
তাই প্রতিক্ষা তোর গানে
তোর অঘোষিত তানে পায় ভাষা
কোথা পাবি ওরে মন আমার মন ভালবাসা
দ্বিধাহিন স্বপ্ন সুনির্বিড় হয়ে সুনিবিড় জিজ্ঞাসা
মোঃ মুশফিকুজ্জামান রায়হান
জঙ্গল বাধাল, যশোর।

যা যা ফেরারী মন

যা যা ফেরারী মন
ছেড়ে স্মৃতির কোন
সব পাখি উড়েযায় যে অজানায়
সে অজানারি ডানায়
ফের এক অধ্যায়
লেখা হোক ফুলের পাতায়
পাতায়
যা যা ফেরারী মন
ছেড়ে ধূসর স্মৃতির কোন
হয়নি হয়নি জানা কখন ভীজেছে ডানা
শেষ খেয়া ফিরে গেছে কখন
আকাশ ডাকে আয়রে আয়রে আয়
বাউল মন ভাসুক দখিনায়
গোধূলি আকাশ স্বাধীন এখন
যা যা ফেরারী মন
হয়তো সময় হল এখন
এসেছে উড়ার ডাক
সবকিছু পরে থাক

Saturday, July 8, 2017

আজ বছর দশ পর

আজ বছর দশ পর 
দীর্ঘশ্বাস করে ভর
খুঁজতে গেলাম কফি হাউজে
স্মৃতির নুড়ি-পাথর,
সেই তো চেনা চেনা কফির গন্ধ আর
পুরনো পাখা গুলো ঘুরতে চায় না আর
কবিতা আর গান কড়া ইনফিউশান
বেঁচে থাকা স্বপ্ন নির্ভর ।
প্রতিটা সকাল যেন দিনের অন্তরা
সন্ধ্যে নামতো ঠিক সঞ্চারী হয়ে
এখনোতো একই ভাবে দিন যায় রাত আসে
বেলা শেষে গান গেয়ে
সেইতো চেনা চেনা মুখ তবু চেনা নয়
বুকের মাঝে দশ বছরের অবক্ষয়,
বিশাল্যকরণের মত আজ কফি হাউজ
বাঁচাবে কি মৃত অন্তর ।
মুক্তির দশকের অশান্ত ঝড়ো হাওয়া
লিটলম্যাগের কত বিমূর্ত ছবি
বারুদের স্তুপ নিয়ে বানাই শিরস্থান
নেশাতুর জীবনের কবি,
সেইতো চেনা চেনা মুখ তবু চেনা নয়
বুকের মাঝে দশ বছরের অবক্ষয়,
বিশাল্যকরণের মত আজ কফি হাউজ
বাঁচাবে কি মৃত অন্তর ।
আজ বছর দশ পর 
দীর্ঘশ্বাস করে ভর
খুঁজতে গেলাম কফি হাউজে
স্মৃতির নুড়ি-পাথর,
সেই তো চেনা চেনা কফির গন্ধ আর
পুরনো পাখা গুলো ঘুরতে চায় না আর.....