Thursday, May 25, 2017

আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা

আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা 
আর কত কাল আমি রব দিশাহারা 
জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু 
পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা।। 

কারা যেন ভালবেসে আলো জ্বেলেছিলো 
সূর্যের আলো তাই নিভে গিয়েছিলো।। 
নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরি মিছে, 
একদিন চেয়ে দেখি আমি তুমি হারা, আমি তুমি হারা। 
আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা 
আর কত কাল আমি রব দিশাহারা 

আমি পথ খুঁজি নাকো পথ মোরে খোঁজে 
মন যা বোঝে না বুঝে, না বুঝে তা বোঝে।। 
আমার চতুর পাশে সব কিছু যায় আসে 
আমি শুধু তুষারিত গতিহীন ধারা। 
আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা 
আর কত কাল আমি রব দিশাহারা..... 

Friday, May 19, 2017

Keno ei

Keno ei nishongota
Keno ei mounota..
Amake ghire
Keuna januk kar karone
Keuna januk kar shorone
Mon pichu tane
Tobuo jibon jacche kete
Jiboner niyome..
Shopno gulo onno karo
Vul gulo amari
Kanna gulo thak duchokhe
Kosto amari
Vebe nebo prem alo ar adhari
Keu na januk kon birohe
Din chole jay aj kivabe
Mon pichutane
Icche gulo thak hridoye
Berthota amari
Shukh na hok onno karo
Dukhora amari
Bhule jabo mon keno aj ferari
Keuna januk kon hotashay
Din chole jay nirobe hay
Mon pichu tane..

Friday, May 5, 2017

রাতের আকাশের নিশ্চুপ সাক্ষী

রাতের আকাশের নিশ্চুপ সাক্ষী
দূরের ঐ ধ্রুব তারা
কতটা বেসেছি ভালো
শুধু মন জানে
এ হৃদয় জানে।।
জানি তুমি আর ফিরবে না
নিভে যাওয়া দ্বীপ জ্বালাবেনা আর
প্রতি নিঃশ্বাসে কষ্ট ধরে
বেঁচে থাকা দায় তোমাকে ছাড়া
দূরের ঐ ধ্রুব তারা …
এ জীবনে তুমি আমার হবে না
নিয়তি কি তবে এভাবে লেখা
কেন এ জীবন ছন্নছাড়া
স্বাক্ষী তো তুমি প্রিয় ধ্রুব তারা
দূরের ঐ ধ্রুব তারা …

এই দূর পরবাসে তারাগুনি আকাশে আকাশে

এই দূর পরবাসে তারাগুনি আকাশে আকাশে
কাটে নিঃসঙ্গ রাত্রিগুলো।।
মাঝে মাঝে স্বপ্নের বেশে স্মৃতিরা এসে
আমাকে করে যায় বড় বেশী এলোমেলো।।
মনে পড়ে যায় বন্ধুদের আড্ডা মুখর প্রহর
তমুল উল্লাসে ভরা প্রিয় শহর।।
সেখানে হয়ত সবাই ব্যস্ত মেলে না সময়
তবু সেখানেই ফিরে যেতে চায় ফেরারী হৃদয়
এই একাকী জীবন ভাল লাগে না আমার
বিষন্ন দিনের শেষে বিষন্ন রাতের শেষে।।
মনে পড়ে যায় কখনো পুরনো তোমাকে
প্রতিটি কষ্টমাখা দিনের ফাঁকে।
হয়ত বদলে গেছ,হয়ে গেছ অচেনা তুমি
তবু তোমাকেই ফিরে পেতে চায় দূরের আমি।।

কবিতা তুমি স্বপ্নচারিণী হয়ে

কবিতা, তুমি স্বপ্নচারিনী হয়ে খবর নিও না
কবিতা, এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা।
দেখবে আমাদের ভালবাসা হয়ে গেছে কখন যেন
পদ্ম পাতার জল। (2)
কবিতা, তুমি স্বপ্নচারিনী হয়ে খবর নিও না
কবিতা, এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা।
বেদনাসিক্ত অশান্ত এই মন
খুঁজে ফেরে মেটায় প্রয়োজন
যতদূর জানে এ ব্যাকুল হৃদয়
নীল বিষের পেয়ালা মনের বাঁধন।
বেদনাসিক্ত অশান্ত এই মন
খুঁজে ফেরে মেটায় প্রয়োজন
যতদূর জানে এ ব্যাকুল হৃদয়
নীল বিষের পেয়ালা মনের বাঁধন।
দেখবে আমাদের ভালবাসা হয়ে গেছে কখন যেন
পদ্ম পাতার জল। (2)
কবিতা, তুমি স্বপ্নচারিনী হয়ে খবর নিও না
কবিতা, এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা।
নয়ন গভীরে আঙ্গিনা
নিবিড়তার ছোঁয়ায় হৃদয় প্রতিমা
কোথায় হারালে বল পাব তোমায়
বসন্তে মাতাল আমি এক অপূর্ণতা।
নয়ন গভীরে আঙ্গিনা
নিবিড়তার ছোঁয়ায় হৃদয় প্রতিমা
কোথায় হারালে বল পাব তোমায়
বসন্তে মাতাল আমি এক অপূর্ণতা।
দেখবে আমাদের ভালবাসা হয়ে গেছে কখন যেন
পদ্ম পাতার জল। (2)
কবিতা, তুমি স্বপ্নচারিনী হয়ে খবর নিও না
কবিতা, এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা।
দেখবে আমাদের ভালবাসা হয়ে গেছে কখন যেন
পদ্ম পাতার জল। (3)

আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা

আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা
আর কত কাল আমি রব দিশাহারা
জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু
পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা।।
কারা যেন ভালবেসে আলো জ্বেলেছিলো
সূর্যের আলো তাই নিভে গিয়েছিলো।
নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরি মিছে
একদিন চেয়ে দেখি আমি তুমি হারা, আমি তুমিহারা।।
আমি পথ খুঁজি নাকো পথ মোরে খোঁজে
মন যা বোঝে না বুঝে,না বুঝে তা বোঝে।
আমার চতুরপাশে সব কিছু যায় আসে
আমি শুধু তুষারিত গতিহীন ধারা।।

ফেরারী এই মনটা আমার

ফেরারী এই মনটা আমার
মানে না কোনো বাঁধা
তোমাকে পাবারই আশায়
ফিরে আসে বারেবার ।।
কখনো ভাবিনি আমি
ব্যথা দিয়ে তুমি চলে যাবে
কি জানি কি ভুল ছিল আমার
আমাকে কেন গেলে কাঁদিয়ে
তাই আমি ফিরে আসি বারেবার
ফেরারী এই মনটা আমার
মানে না কোনো বাঁধা
তোমাকে পাবারই আশায়
ফিরে আসে বারেবার ।।
যে পথে হারিয়েছি তোমায়
সেই পথে খুঁজে আমি যাব
অভিমান করে থেকো না
অপবাদ দিয়ে যেও না
তাই আমি ফিরে আসি বারেবার
ফেরারী এই মনটা আমার
মানে না কোনো বাঁধা
তোমাকে পাবারই আশায়
ফিরে আসে বারেবার ।।