Tuesday, February 21, 2017

saimum

০১৭১৬-০৫০৭০৪ ও ০১৭১৭-৭১৫৬৭১ 

good movie

amirovsky.navas  Filipe pontual
 Finding Father Christmas
Against the Wild 2: Survive the Serengeti (2016),
 Holiday Joy (TV Movie 20
 Season's Greetings
 Girlfriends of Christmas Past
 My Christmas Love
The Girl Was Young (1937)
Only Lovers Left Alive
 It Felt Like Love, The Blue Lagoon
Tarzan and His Mate
Tarzan and the Leopard Woman
The Princess Diaries 2: Royal Engagement
Ever After: A Cinderella Story

skype

amirovsky.navas  Filipe pontual

Monday, February 20, 2017

গল্পটা আজ থাক

একটু চুপ কতে বস দেখি
স্রিতির ঝোলাটা থেকে
বের করে আনি কিছু গল্প
সবটা শোনাতে গেলে
রাত ভোর হয়ে যাবে
গল্পটা আজ থাক অল্প
শুরুটা করা যাক
সেই ছেলেবেলা থেকে
যখন আমার প্রিথিবীটা
গল্পের বই আর সারাদিন হইচই
কখনওবা বাজানো গীটারটা
মায়ের হাতটি ধরে ছোট ছোট পা ফেলে
কত অনুস্থানে যাওয়া
ছুটির বিকেলে ওই গঙ্গার ধারে বসে
ময়দানের হাওয়া খাওয়া
সুরের আকর্ষণ তখন থেকেই ছিল
সংগীতে হাতে খড়ি তখনিতো শুরু হোল
শেখার যে নেই কোন অন্ত

ছেলেবেলার সেই দিনগুলো বেশ ছিলো
কেন যে তারা গেল হারিয়ে
একটা একটা করে বছর গুলো সবি
যাচ্ছে কালের সীমা পেরিয়ে

বাজাতাম তখন যে শুধুই গীটার আমি
গান যে গাইব তাই ভাবিনি
কলমের রেখাগূলো সুরের মালায় গেথে
কন্ঠে আনব তাও ভাবিনি
তারপর যথারিথি জলসায় জলসায়
ছুটে ছুটে যাওয়া শুধু ভাগ্যেরি ভরসায়
কোথাও জুটল ফুল কোথাও তিরস্কার
কোথাও দিনের আলো কোথাও অন্ধকার
ছিলোর সে নেশার বিকল্প
কত রিতু বদলায় দিন রাত কত শত
পরম সুরকে খুজে চলেছি
শপ্ত সুরের ডিঙা সুরের সাগরে আমি
একাই ভাসিয়ে নিয়ে চলেছি
কত শত মানুষের পেলাম ভালোবাসা
কত খ্যাতি কত ডাক জলসায়
তবু এখনো খুজি সেই সৈসব বেলা
মনের গোপন কোন দরজায়
সারে গামা পাধা নিসা
কত কিছু হোল দেখা
যতই শিখেছি ভাবি হলনা কিছুই শেখা
নেইত শেখার বিকল্প।

Sunday, February 19, 2017

শিরোনামঃ যেখানে সীমান্ত তোমার কন্ঠঃ কুমার বিশ্বজিৎ



যেখানে সীমান্ত তোমার
সেখানে বসন্ত আমার
ভালোবাসা হৃদয়ে নিয়ে
আমি বারে বার আসি ফিরে
ডাকি তোমায় কাছে(২)

হাজার ফুলে ছেয়েছে যে পথ
আমি চিনি চিনি সে ঠিকানা
তোমার মনের নীরব ভাষা
সেতো আমার আছে জানা(২)
আমিতো চাইনা তোমার এ দ্বিধা
ভেঙ্গে দাও কাঁচেরই বাধা
সীমার বাঁধন ছিঁড়ে তুমি
ধরা দাও আমারই কাছে(২)

যেখানে সীমান্ত তোমার
সেখানে বসন্ত আমার
ভালোবাসা হৃদয়ে নিয়ে
আমি বারে বার আসি ফিরে
ডাকি তোমায় কাছে

ঝড়ের দিনে খুলেছে যে পথ
আমি জানি জানি তার বেদনা
নতুন আলোর জোয়ার এলে
আমি চাই তারে দিতে আশা(২)
তুমি কি চাওনা সোনালী দিনে
সোনালী সুখেরই সারা
কাঁটার আঘাত ভুলে তুমি
এসো এই ফুলেরই কাছে

যেখানে সীমান্ত তোমার
সেখানে বসন্ত আমার
ভালোবাসা হৃদয়ে নিয়ে
আমি বারে বার আসি ফিরে
ডাকি তোমায় কাছে

সোনালী প্রান্তরে ভ্রোমরার গুঞ্জরে

সোনালী প্রান্তরে ভ্রোমরার গুঞ্জরে
দখিনা পবনেতে অন্ধ আবেগে
থাকে না মন ঘরে।।
বারে বারে যেন আসি ফিরে এমন দেশে
উষ্ণ বালির বুকে সূর্য যেথায় ওঠেন হেসে।
ভালোবাসা কত আশা, ছড়ানো এ বাতাসে
স্বপ্নমাখা মেঘের নকশা ঝড়ানো এ আকাশে।
স্বপ্ন জড়ানো মন চেয়ে থাকে অনুক্ষণ
এ কথা জানায় বারে বারে।।
(ও) আজ নতুন সাজে এলো যে বৈশাখী এরা
হাতেতে যেন থাকে ও সুজন তোমারই হাত।
উষ্ণ মরুর শুকনো বুকে থাকে বাতাস ছবি
দিবারাত্রি যেন কাব্য লিখে যায় কোন্‌ সে কবি।
স্বপ্ন জড়ানো মন চেয়ে থাকে অনুক্ষণ
এ কথা জানায় বারে বারে।

স্বপ্নের শহর স্বপ্নের শহর


স্বপ্নের শহর স্বপ্নের শহর
বাতাসের ফিসফিস কথা শুনে কংক্রিট
ইট কাঠ আর পাথর
স্বপ্নের শহর স্বপ্নের শহর
স্বপ্নের শহর স্বপ্নের শহর
এখানে বাতাস হাসে মৃত্যুর নাগপাশে
মনের গভীরে বাঁধে খেলাঘর
ভেঙ্গে যায় বিশ্বাস
আবার আবার গড়ে খেলাঘর নিরন্তর।
ইমারতের ভিড় বাসভূমি অস্থির
রাজনীতি দুর্নীতি একাকার
প্রতিদিন তোষণের ভিড়েতে হারিয়ে যায়
অসংখ্য মানুষের হাহাকার
তবুওতো ফোটে ফুল হোক স্রোত প্রতিকূল
আশা নিয়ে বেঁচে থাকে অন্তর
ভেঙ্গে যায় বিশ্বাস
আবার আবার গড়ে খেলাঘর নিরন্তর।
সম্পর্কের ঋণ ছুটে চলা দিন দিন
অপমান সয়ে যাওয়া বারো মাস
অবাক পৃথিবী তুমি এরপরও চেয়ে থাকো
ঘর আজ মনে হয় পরবাস
খেলার পুতুল সাজা
কেউ রাণি কেউ রাজা
নিমিষেই হয়ে যায় ফুঃ মন্তর
ভেঙ্গে যায় বিশ্বাস
আবার আবার গড়ে খেলাঘর নিরন্তর।

অনির্বান ১ ----- (নচিকেতা)

দেখে যা , যা অনির্বান 
কি সুখে রয়েছে প্রান 
কি সুখে রয়েছি আমি 
কি সুখে বেচেছি গান 

সেদিনের মিটিঙের মাইক 
সেদিনের কলেজের স্ট্রাইক 
সেদিনের মাতাল পদক্ষেপ 
বে-দিক সিদ্ধান্তের আক্ষেপ 

আজ কেঁদে এই মাপা পদচারন 
সেদিনের তালের কাছে ম্লান 
দেখে যা , যা অনির্বান 
কি সুখে রয়েছে প্রান 
কি সুখে রয়েছি আমি 
কি সুখে বেচেছি গান 

শ্রমিকের মুক্তির গান 
কৃষকের হাতিয়ার শান 
শ্রেনী হীন সমাজের স্বপ্ন 
ঘৃনার প্রতিপালনেতে যত্ন 

আজ তোর ঘামে ভেজে যে পথের ধূলো 
হয়তো সেথায় আমার হতো স্থান 
দেখে যা , যা অনির্বান 
কি সুখে রয়েছে প্রান 
কি সুখে রয়েছি আমি 
কি সুখে বেচেছি গান 

----------------------------- নচিকেতা 

চল যাব তোকে নিয়ে

চল যাব তোকে নিয়ে
এই নরকের অনেক দূরে
এই মিথ্যে কথার মেকী শহরের সীমানা ছাড়িয়ে
এখানে মন মনে প্রেমের শরীরে
এখানে প্রেম ঘিরে গেছে হারিয়ে
আয়’রে আয়’রে আয় কে কে যাবি
চল যাব তোকে নিয়ে
এই নরকের অনেক দূরে
এই মিথ্যে কথার মেকী শহরের সীমানা ছাড়িয়ে
দেখি কত দম্পতি হাসি মুখে বাস করে শহরের ম্যানশন গুলায়
আর হাসি মাখা এই শহরই আমাকে ছাড়িয়ে ঘরে নামিয়েছে পথের ধুলোয়
দেখি কত প্রেম ভালবাসা এক সাথে ওঠা বসা মমতা হৃদয়েতে লুকোনো
তবু আমি কেন বসে আছি পথে একা একা সুদয়নি কেউ একজনও
এখানে মন মনে প্রেমের শরীরে
এখানে প্রেম ঘিরে গেছে হারিয়ে
আয়’রে আয়’রে আয় কে কে যাবি
চল যাব তোকে নিয়ে
এই নরকের অনেক দূরে

Thursday, February 16, 2017

fall n love with cousine

Kissing Cousins (2008), Jude, How I Live Now (2013)

19099737822-after 4 o clock , Mansfield Park, Perro

Amor,sunshine 1999, wuthering heights 1992,Sissi

(film)
Salò, or the 120 Days of Sodom (1975) Love II (2015) 

Irreversible (2002)


fL STUDI 12.4.1

http://softasm.com/download-fl-studio-12-4-crack-full-version/

Tuesday, February 14, 2017

new list

R-Date Night, First Daughter, Sydney White,She's Out of My League,Van

Wilder: Party Liaison,


Saturday, February 11, 2017

হাওয়ায় হাওয়ায় দোলনা দোলে

হাওয়ায় হাওয়ায় দোলনা দোলে
সুরের ডানা মেলে তোমার মনের উঠান, লেপে দেব সাজিয়ে দেব ফুলে, তুমি এস, তবু এস, ভালবেসে ।। হাওয়ায় হাওয়ায় দোলনা দোলে সুরের ডানা মেলে তোমার মনের উঠান, লেপে দেব সাজিয়ে দেব ফুলে, তুমি এস, তবু এস, ভালবেসে ।। খেয়ালি শিশির লুটাবে তাই আঁচল টেনেছে মেঘে তোমারই জন্যে শুধু তোমার জন্যে গোধূলি আকাশ লাজুক লাজুক সন্ধ্যা এখনও জেগে তোমার জন্যে শুধু তোমার জন্যে আমি সেই সুখে আজ ফেলেছি নোঙর আবেগ জড়ানো কূলে তুমি এস, তবু এস ভালবেসে। রাত নিঝুম জোনাক নাচে চন্দন টিপ মেখে তোমার জন্য শুধু তোমার জন্য পদ্ম রাঙা ঝিলের ডালায় চাঁদ যে কাব্য লেখে তোমার জন্য শুধু তোমার জন্য আমি সেই সুখে আজ, স্বপ্নলোকের, দুয়ার দিয়েছি খুলে, তুমি এস তবু এস ভালবেসে। হাওয়ায় হাওয়ায় দোলনা দোলে সুরের ডানা মেলে তোমার মনের উঠান, লেপে দেব সাজিয়ে দেব ফুলে, তুমি এস, তবু এস, ভালবেসে ।। মানজুরুল হাসান শুভ

Wednesday, February 8, 2017

Movie in amazon

skype

angelacontucci,agentevab,

Romantic

Love in the Wild ,Pride and Prejudice,

Pride and Prejudice,Pride and Prejudice and Zombies (2016)-good,. Sense

and Sensibility ,Northanger Abbey,Emma (1996),Mansfield Park

(1999),Becoming Jane (2007),. The Paradise, The Young Victoria, Miss

Potter,Jane Eyre ,Jane Eyre (1996). The Magic of Ordinary Days,

Northanger Abbey, Mansfield Park,Anne of Green Gables (1934),Anne of

Green Gables , Wild Hearts Can’t Be Broken, Austenland, Little Women, Poldark, Victoria ,When Calls the Hear,Daniel Denronda, Far and Away,The Secret Garden ,Finding Neverland,The Time In Between,Brooklyn, Ever After, http://livelikeyouarerich.com/top-21-romantic-movies-similar-to-pride-and-prejudice-and-downton-abbey/  Size Zero (2015) tamil

Blue Lagoon

Blue Lagoon: The Awakening (2012),Endless Love (1981),Blue Lagoon tv

series 2010,Beau Pere (1981),Piccole labbra (1978), preety baby 1978,Lord of the Flies 1990),The

Mosquito Coast-1986),Six Days Seven Nights-1998),Rapa Nui’ 1994) Hounddog ,My Girl 2

,Lakeview Terrace,  Selena, Richie Campbell,Lovelace ,Girl In Progress

The First Time I (2012)


Jungle Love (2012), Jungle Love (1986),Love in Jungle (2003),Raja Rani's Love in Jungle (1995),Jungle Love Story,Jungle Love Story,George of the Jungle (1997) - IMDb,Love in the Wild , Romance (1999)
Love Hotel (1985)

Tuesday, February 7, 2017

refresh drive.bat

Echo off
cd/
tree
C:
tree
D:
tree
E:
tree
F:
tree

list

A cindrella story,17 again, say anyting,moonrise kingdom,flipped,never

let me go,TEEN SPIRIT, AQUAMARINE, EDWARD SISSORSHAND,DRIVE ME CRAZY

(GOOD), 16 WISHES, GREGORY'S GIRL , https://www.google.com/search?espv=2&q=the+best+romantic+novel+americsn&oq=the+best+romantic+novel+americsn&gs_l=serp.3...12637.15103.0.16265.9.9.0.0.0.0.127.969.3j6.9.0....0...1c.1.64.serp..0.7.735...30i10k1._FwjQysZMEs
https://www.google.com/search?sourceid=chrome-psyapi2&ion=1&espv=2&ie=UTF-8&q=samantha%20romantic%20movie%20list&oq=samantha%20romantic%20movie%20list&aqs=chrome..69i57.14682j0j7

New list adoloscent

A cindrella story,17 again, say anyting,moonrise kingdom,flipped,never

let me go,TEEN SPIRIT, AQUAMARINE, EDWARD SISSORSHAND,DRIVE ME CRAZY

(GOOD), 16 WISHES, GREGORY'S GIRL , Angus, Thongs and Perfect Snogging 

Wednesday, February 1, 2017

হাওয়ায় হাওয়ায়

হাওয়ায় হাওয়ায় দোলনা দোলে
সুরের ডানা মেলে
তোমার মনের উঠান,লেপে দেব
সাজিয়ে দেব ফুলে,তুমি এস,
তবু এস,ভালবেসে ।।

খেয়ালি শিশির লুটাবে তাই
আঁচল টেনেছে মেঘে
তোমারই জন্যে শুধু তোমার জন্যে

গোধূলি আকাশ লাজুক লাজুক
সন্ধ্যা এখনও জেগে
তোমার জন্যে শুধু তোমার জন্যে

আমি সেই সুখে আজ
ফেলেছি নোঙর আবেগ জড়ানো কূলে
তুমি এস,তবু এস ভালবেসে।

রাত নিঝুম জোনাক নাচে
চন্দন টিপ মেখে
তোমার জন্য শুধু তোমার জন্য

পদ্ম রাঙা ঝিলের ডালায়
চাঁদ যে কাব্য লেখে
তোমার জন্য শুধু তোমার জন্য

আমি সেই সুখে আজ, স্বপ্নলোকের,
দুয়ার দিয়েছি খুলে,তুমি এস
তবু এস ভালবেসে।

পোস্ট
« বৃষ্টি ঝরে যায়একদিন পাখি উড়ে »
আরও গান...

আমার সারাটা দিন

Amar sharatadin
meghla akash brishti tomake dilam
Amar saratadin
meghla akash brishti tomake dilam
Sudhu shrabon sondhya tuku
tomar kache chey nilam
Amar sharatadin..
meghla akash brishti tomake dilam

Hridoyer janalay chokh mele rakhi
Batasher bansite kan pete thaki
Hridoyer janalay chokh mele rakhi
Batasher bansite kan pete thaki
Takei kache deke moner angina theke
Brishti tomake tobu fhiriye dilam
Amar sharatadin
meghla akash bristi tomake dilam

Tomar hatei hok raatri rochona
A amar swapna sukher bhabona
Tomar hatei hok raatri rochona
A amar swapna sukher bhabona
Cheychi pete jake
Chai na harate take
Brishti tomake tobu fhiriye chailam
Amar sharatadin
meghla akash brishti tomake dilam
Sudhu shrabon sondhya tuku
tomar kache chey nilam

Amar sharatadin
meghla akash brishti tomake dilam

এ মন আমার

Click Click Click Click Click Click Share Click

শিল্পীঃ শুভ্রদেব
অ্যালবামঃ বুকের জমিন
সুরকারঃ আহমেদ রিজভী
গীতিকারঃ প্রণব ঘোষ
বছরঃ পাওয়া যায় নি
বিভাগঃ আধুনিক
যোগ করেছেনঃ মুসাফির
যোগ হয়েছেঃ মার্চ 23, 2013
দেখা হয়েছেঃ ৪৮৯২ বার
এ মন আমার পাথর তো নয়
সব ব্যাথা সয়ে যাবে নীরবে।

যতই বৃষ্টি হোক এ পোড়া চোখে।
এ হৃদয় তোমাকেই খুজবে।।

সুর্যটা যতদিন আলো দিয়ে যাবে
ভালবাসা হয়ে তুমি এ বুকে রবে।
হারাবো যেদিন আমি অন্ধকারে
বুঝবে সেদিন তুমি বুঝবে।।

ভুল বোঝে দূরে সরে তুমি গেছ চলে
জানলে না কী যে ব্যাথা হৃদয়ে দিলে।
ভেঙ্গে যাবে সব ভুল জানি একদিন
খুজবে সেদিন তুমি খুজবে।