Friday, March 17, 2017

অতঃপর শুভ্র মেঘ

অতঃপর শুভ্র মেঘ
অতঃপর শুভ্র মেঘ
লিখেছেনঃ মেঘলা কাব্য

এই এত জোড়ে হাঁটছ কেন?..ধ্যাত একটু আস্তে হাঁটো না,আমি তো শাড়ি পরে এত দ্রুত হাঁটতে পারছি না,মেঘার এমন অভিযোগ এ :ভাবনার তারগুলো যেন কাটা পরল পিছনে ফিরল শুভ্র...মেঘা হেঁটে আসছে ধীরে,আবার যেন চিন্তগুলো ঘিরে ধরল ওকে... নিজের মনেই ভাবতে থাকল মেয়েটাকে এত ভালবাসল কখন.. মেয়েটাকে যে সবসময় আগলে রাখতে ইচ্ছে করে ওর যেন কোন আধাঁর ওকে স্পর্শ করতে না পারে,আজ সকাল থেকেই বুকে কেমন একটা ব্যাথা অনুভব করছে শুভ্র ব্যাথা টা হটাত্ একটা কাঁপুনি দিল যেন..নাহ্ এসব কি ভাবছে সে এভাবে নিজেকে দূর্বল করতে চায় না সে ...মেঘা একেবারে কাছে চলে এসেছে...আজ ও একটা নীল শাড়ি পরেছে,নীল শাড়ি তে যে ওকে এত মানায় তা আগে তো দেখা হয়নি.. এই আকাশ টা মেঘলা, কিছুটা ভারী কন্ঠে বলে উঠল মেঘা..আজ মেয়েটা যেন অনেকটা বড় হয়ে গেছে তবে মেঘার সরল পাগলামি তেই যেন মেঘাকে মানিয়ে যায় তাই কিছুটা যেন অপরিচিত লাগল ওকে.. মেঘা আবার বলল চুপ কেন? কই না তো..সরল উত্তর শুভ্রর।মেঘা আবার বলল আকাশে অনেক মেঘ করেছে,কেন বল তো.. প্রশ্ন ছুড়ে দেয় মেঘা..হয়ত আজকের জন্য,কথাটা বলে মেঘার দিকে তাকিয়ে থাকে শুভ্র..মেঘা অন্যদিকে মুখ ফিরিয়ে নিল.. এরকম টা যে মেঘা করবে তা জানত শুভ্র.. শুভ্র জানে মেঘা কেন মুখ ফিরাল..কিন্তু তার জানার কথা মেঘাকে বুঝতে দিতে চায় না সে..তাই আবার বলতে লাগল, আকাশ টা আজ অনেক কষ্ট পাচ্ছে.. কেন জান, এতদিন কতনা স্মৃতি সঙ্গী ছিল এই আকাশটা,হেসেছে রৌদ্র হয়ে,কেঁদেছে বৃষ্টি হয়ে.. কত মন খারাপের গোধূলি তে হেঁটেছি তোমার সাথে.. আজ আবার ও কাঁদবে, বলে ওঠে মেঘা,এতখন চুপ করে ছিল ও... কথা শেষ করতে না পেরে শুভ্র তাকায় মেঘার দিকে..মেয়েটা অনেক বড় হয়ে গেছে বঝল শুভ্র.. অনেক ক্ষন চুপচাপ থাকে ওরা,,

শোন,তুমি কিন্তু নিজের খেয়াল রাখবে বুঝলে, নিজেকে কষ্ট দেব্ না,, নিরবতা ভাঙে শুভ্র.. আমার কথা ভেবো না.. আমি ভাল থাকব, নিজের খেয়াল রেখো তুমি..আনতমুখে কথাগুলো বলল মেঘা..এই তোমার হাত টা দাও না,ছুঁয়ে দেখব শেষবারের মত.. শুভ্র র চোখে আকুতি দেখতে পায় মেঘা..কিছু একটা বলতে যেয়ে ও বলতে পারে না মেঘা....

ওরা হাঁটছে অনেক ক্ষন.. মাঝেমাঝে দুজন দুজনার দিকে তাকাচ্ছে..আবার চোখ সরিয়ে নিচ্ছে পাছে ধরা পরে যায়..

এই যা বৃষ্টি চলে এল..কথাটা বলেই মেঘার দিকে তাকায় শুভ্র..অবাক হযে় দেখল মেঘার সেই বৃষ্টিবিলাসী পাগলামি কোথায় যেন হারিয়ে গেছে.. -মেঘা -হুম -তোমার বৃষ্টির বিলাসিতা কোথায় গেল.. চুপ থাকে মেঘা..কিছুক্ষন পর বলে ইচ্ছে করছে না.. কিছু বলে না শুভ্র.. আমাদের রাস্তা চলে এসেছে বলে শুভ্র.. -ভাল থেকো ,বলে মেঘা.. শুভ্রকে র কিছু বলার সুযোগ না দিয়ে হেঁটে যায় মেঘা,ও জানে শুভ্র তাকিয়ে আছে.. তাই সে তাকাবে না.. তাকিয়ে আছে শুভ্র মেঘার যাওয়ার পথে.. ও জানে মেঘা ফিরে তাকাবে না, তাই তাকিয়ে থাকতে সমস্যা নেই.. হাঁটছে মেঘা,অসম্ভব মায়াবী লাগছে ওকে.. আর তাকাতে পারে না সে.. কেমন যেন ঝাপসা হয়ে আসছে সব.....

(কিছু ভালবাসা পূর্নতা পাওয়ার আগেই হারাতে হয়,বাস্তবতায় চাপা পরে এমন অনেক মূহুর্ত, বেজে ওঠার আগেই কেটে যায় এমন অনেক অনুভূতির সুর...)

No comments:

Post a Comment