Saturday, April 22, 2017

তুমি আমার মানুষ

তুমি আমার মনের মানুষ
মনেরই ভিতর
তুমি আমার প্রাণ বন্ধু
অন্তরের অন্তর
তুমি আমায় করো নাকো
কোনদিনও পর

তোমায় এক নজর না দেখলে পরে
পরান আমার পোড়ে
দেখলে পরে দুই নয়নে
তৃষ্ণা আরো বাড়ে
সামনে আমার প্রেমের সিন্ধু
পাইনা তারে এক বিন্দু

তোমার এত ভালোবাসা আমি
… লুকাই রাখি
বুকের খাঁচায় বন্দী থেকো
ওগো অবুঝ পাখি
তোমার প্রেমে আমি অন্ধ
ফিরে যাওয়ার পথ বন্ধ
ইচ্ছে করে জনম ভরে
করিগো আদ

Friday, April 14, 2017

এত সুর আর এত গান

এত সুর আর এত গান 
যদি কোনদিন থেমে যায় 
সেইদিন তুমিও তো গো 
জানি ভুলে যাবে আমায় 
এত সুর আর এত গান 
যদি কোনদিন থেমে যায় 
সেইদিন তুমিও তো গো 
জানি ভুলে যাবে আমায় 

কতদিন আর এ জীবন 
কত আর এ মধুলগন 
তবুও তো পেয়েছি তোমায় 
জানি ভুলে যাবে যে আমায় 
এত সুর আর এত গান 

আমি তো গেয়েছি সেই গান 
যে গানে দিয়েছিলে প্রাণ 
আমি তো গেয়েছি সেই গান 
যে গানে দিয়েছিলে প্রাণ 
ক্ষতি নেই আজ কিছু আর 
ভুলেছি যত কিছু তার 
ক্ষতি নেই আজ কিছু আর 
ভুলেছি যত কিছু তার 
এ জীবনে সবি যে হারায় 
জানি ভুলে যাবে যে আমায় 

এত সুর আর এত গান 
যদি কোনদিন থেমে যায় 
সেইদিন তুমিও তো গো 
জানি ভুলে যাবে আমায় 

Tuesday, April 11, 2017

চলোনা কোথাও

চলোনা কোথাও বহূ দূরে চলে যাই চলোনা
কোথাও বুহুদুরে চলে যাই
যেখানে সব অচেনা যেখানে সব নিশানা
এমন পথে পা বাড়াই চলোনা
যেখানে পাখি ডাকে না কেন শুধু গান গায়
যেখানে পুবালী হাওয়া উড়তে শেখায়