Sunday, July 9, 2017

যা যা ফেরারী মন

যা যা ফেরারী মন
ছেড়ে স্মৃতির কোন
সব পাখি উড়েযায় যে অজানায়
সে অজানারি ডানায়
ফের এক অধ্যায়
লেখা হোক ফুলের পাতায়
পাতায়
যা যা ফেরারী মন
ছেড়ে ধূসর স্মৃতির কোন
হয়নি হয়নি জানা কখন ভীজেছে ডানা
শেষ খেয়া ফিরে গেছে কখন
আকাশ ডাকে আয়রে আয়রে আয়
বাউল মন ভাসুক দখিনায়
গোধূলি আকাশ স্বাধীন এখন
যা যা ফেরারী মন
হয়তো সময় হল এখন
এসেছে উড়ার ডাক
সবকিছু পরে থাক

1 comment: