Sunday, July 30, 2017

বল মন সুখ বল

বল মন সুখ বল
বলে চল অবিরল
তোর সুখ নামে যদি
সুখ আসে জীবনে
বল মন বলে চল
না ভেবেই ফলাফল
যদি তোর ডাকে
বসন্ত আসে শ্রাবনে...
বল মন প্রেম বল
প্রেমহীন জীবনে
জীবনে না থাকুক
প্রেম থাকুক স্বপনে
ওরে বল মন বল
যে জানে সে জানে
একা তুই ই সম্বল...
দুটি চোখ ঢাকে যদি আঁধার..
আসে যদি বাঁধা আবার আবার...
যুগ যুগ ধরে তোর পথ চলা
পথেরি ধুলোতে খোঁজা সিংহদ্বার..
তবু পথ আরো পথ
শুনি জীবন নাকি...
ঝড়া ফুল সঙ্গী
আরো কতো যে বাকি..
জানিনা এ অসনির আভাস
ভোরের ই আকাল ভুলেছে বিভাস
বাতাসের বাঁশি কই সুর ছড়াই..
নিথর বনানি ছড়া দীরঘশ্বাস
তবু পথ আরো পথ
শুনি জীবন নাকি..
ঝড়া ফুল সঙ্গী
আরো কত যে বাকি..

No comments:

Post a Comment