Saturday, July 8, 2017

আজ বছর দশ পর

আজ বছর দশ পর 
দীর্ঘশ্বাস করে ভর
খুঁজতে গেলাম কফি হাউজে
স্মৃতির নুড়ি-পাথর,
সেই তো চেনা চেনা কফির গন্ধ আর
পুরনো পাখা গুলো ঘুরতে চায় না আর
কবিতা আর গান কড়া ইনফিউশান
বেঁচে থাকা স্বপ্ন নির্ভর ।
প্রতিটা সকাল যেন দিনের অন্তরা
সন্ধ্যে নামতো ঠিক সঞ্চারী হয়ে
এখনোতো একই ভাবে দিন যায় রাত আসে
বেলা শেষে গান গেয়ে
সেইতো চেনা চেনা মুখ তবু চেনা নয়
বুকের মাঝে দশ বছরের অবক্ষয়,
বিশাল্যকরণের মত আজ কফি হাউজ
বাঁচাবে কি মৃত অন্তর ।
মুক্তির দশকের অশান্ত ঝড়ো হাওয়া
লিটলম্যাগের কত বিমূর্ত ছবি
বারুদের স্তুপ নিয়ে বানাই শিরস্থান
নেশাতুর জীবনের কবি,
সেইতো চেনা চেনা মুখ তবু চেনা নয়
বুকের মাঝে দশ বছরের অবক্ষয়,
বিশাল্যকরণের মত আজ কফি হাউজ
বাঁচাবে কি মৃত অন্তর ।
আজ বছর দশ পর 
দীর্ঘশ্বাস করে ভর
খুঁজতে গেলাম কফি হাউজে
স্মৃতির নুড়ি-পাথর,
সেই তো চেনা চেনা কফির গন্ধ আর
পুরনো পাখা গুলো ঘুরতে চায় না আর.....

No comments:

Post a Comment