Sunday, February 19, 2017

স্বপ্নের শহর স্বপ্নের শহর


স্বপ্নের শহর স্বপ্নের শহর
বাতাসের ফিসফিস কথা শুনে কংক্রিট
ইট কাঠ আর পাথর
স্বপ্নের শহর স্বপ্নের শহর
স্বপ্নের শহর স্বপ্নের শহর
এখানে বাতাস হাসে মৃত্যুর নাগপাশে
মনের গভীরে বাঁধে খেলাঘর
ভেঙ্গে যায় বিশ্বাস
আবার আবার গড়ে খেলাঘর নিরন্তর।
ইমারতের ভিড় বাসভূমি অস্থির
রাজনীতি দুর্নীতি একাকার
প্রতিদিন তোষণের ভিড়েতে হারিয়ে যায়
অসংখ্য মানুষের হাহাকার
তবুওতো ফোটে ফুল হোক স্রোত প্রতিকূল
আশা নিয়ে বেঁচে থাকে অন্তর
ভেঙ্গে যায় বিশ্বাস
আবার আবার গড়ে খেলাঘর নিরন্তর।
সম্পর্কের ঋণ ছুটে চলা দিন দিন
অপমান সয়ে যাওয়া বারো মাস
অবাক পৃথিবী তুমি এরপরও চেয়ে থাকো
ঘর আজ মনে হয় পরবাস
খেলার পুতুল সাজা
কেউ রাণি কেউ রাজা
নিমিষেই হয়ে যায় ফুঃ মন্তর
ভেঙ্গে যায় বিশ্বাস
আবার আবার গড়ে খেলাঘর নিরন্তর।

No comments:

Post a Comment