Monday, February 20, 2017

গল্পটা আজ থাক

একটু চুপ কতে বস দেখি
স্রিতির ঝোলাটা থেকে
বের করে আনি কিছু গল্প
সবটা শোনাতে গেলে
রাত ভোর হয়ে যাবে
গল্পটা আজ থাক অল্প
শুরুটা করা যাক
সেই ছেলেবেলা থেকে
যখন আমার প্রিথিবীটা
গল্পের বই আর সারাদিন হইচই
কখনওবা বাজানো গীটারটা
মায়ের হাতটি ধরে ছোট ছোট পা ফেলে
কত অনুস্থানে যাওয়া
ছুটির বিকেলে ওই গঙ্গার ধারে বসে
ময়দানের হাওয়া খাওয়া
সুরের আকর্ষণ তখন থেকেই ছিল
সংগীতে হাতে খড়ি তখনিতো শুরু হোল
শেখার যে নেই কোন অন্ত

ছেলেবেলার সেই দিনগুলো বেশ ছিলো
কেন যে তারা গেল হারিয়ে
একটা একটা করে বছর গুলো সবি
যাচ্ছে কালের সীমা পেরিয়ে

বাজাতাম তখন যে শুধুই গীটার আমি
গান যে গাইব তাই ভাবিনি
কলমের রেখাগূলো সুরের মালায় গেথে
কন্ঠে আনব তাও ভাবিনি
তারপর যথারিথি জলসায় জলসায়
ছুটে ছুটে যাওয়া শুধু ভাগ্যেরি ভরসায়
কোথাও জুটল ফুল কোথাও তিরস্কার
কোথাও দিনের আলো কোথাও অন্ধকার
ছিলোর সে নেশার বিকল্প
কত রিতু বদলায় দিন রাত কত শত
পরম সুরকে খুজে চলেছি
শপ্ত সুরের ডিঙা সুরের সাগরে আমি
একাই ভাসিয়ে নিয়ে চলেছি
কত শত মানুষের পেলাম ভালোবাসা
কত খ্যাতি কত ডাক জলসায়
তবু এখনো খুজি সেই সৈসব বেলা
মনের গোপন কোন দরজায়
সারে গামা পাধা নিসা
কত কিছু হোল দেখা
যতই শিখেছি ভাবি হলনা কিছুই শেখা
নেইত শেখার বিকল্প।

No comments:

Post a Comment