Wednesday, March 23, 2016

গল্পটা আজ থাক অল্প

একটু চুপ করে বস দেখি স্মৃতির ঝোলাটা থেকে 
বের করে আনি কিছু গল্প 
সবটা  শোনাতে গেলে রাত ভোর হয়ে যাবে 
গল্পটা আজ থাক অল্প২ 
শুরুটা করা যাক সেই ছোট বেলা থেকে 
যখন আমার প্রিথিবীটা 
গল্পের বই আর সারাদিন হৈ চৈ 
কখনওবা বাজান গীটারটা 
মায়ের হাতটী ধরে ছোটো ছোটো পা ফেলে 
কত অনুস্ঠানে যাওয়া 
ছুটির বিকেলে ঐ গঙ্গার ধারে বসে
 ময়দানের হাওয়া খাওয়া 
সুরের আকর্ষণ তখন থেকেই ছিল 
সঙ্গিতে হাতে খড়ি তখনি ত শুরু হল 
শেখার যে নেই কোন অন্ত 
সবটা শোনাতে গেলে রাত ভোর হয়ে যাবে 
গল্পটা আজ থাক অল্প ঐ
ছেলেবেলার সেই দিন গুল বেশ ছিল ।



1 comment:

  1. এ গানটা কার ভাই? আর কোথায় পাবো?

    ReplyDelete