Friday, May 5, 2017

রাতের আকাশের নিশ্চুপ সাক্ষী

রাতের আকাশের নিশ্চুপ সাক্ষী
দূরের ঐ ধ্রুব তারা
কতটা বেসেছি ভালো
শুধু মন জানে
এ হৃদয় জানে।।
জানি তুমি আর ফিরবে না
নিভে যাওয়া দ্বীপ জ্বালাবেনা আর
প্রতি নিঃশ্বাসে কষ্ট ধরে
বেঁচে থাকা দায় তোমাকে ছাড়া
দূরের ঐ ধ্রুব তারা …
এ জীবনে তুমি আমার হবে না
নিয়তি কি তবে এভাবে লেখা
কেন এ জীবন ছন্নছাড়া
স্বাক্ষী তো তুমি প্রিয় ধ্রুব তারা
দূরের ঐ ধ্রুব তারা …

No comments:

Post a Comment