Friday, August 4, 2017

আজ শ্রাবনের

আজ শ্রাবণের বাতাস বুকে, এ কোন সুরে গায়

আজ বরষা, নামলো সারা আকাশ আমার পায়

 

আজ শুধু মেঘ সাজাই মেঘে, আজ শুধু মেঘ বুকে

আজ শুধু বিষ ঢালবে আকাশ, বিষ মেশানোর সুখে

 

দাও ঢেলে দাও যে প্রেম আমার হৃদয় জ্বলে যায়

আজ বরষা নামলো সারা আকাশ আমার পায়
 

দিগন্ত লীন মাঠের উপর থাকছি আমি শোয়ে

এই কপালের সমস্ত তাপ বর্ষা দেবে ধোঁয়ে

 

এর বেশী কি পাওয়ার থাকে, এর বেশী কে চায়

আজ বরষা নামলো সারা, আকাশ আমার পায়

 

আজ শ্রাবণের বাতাস বুকে, এ কোন সুরে গায়

আজ বরষা, নামলো সারা আকাশ আমার পা

1 comment: