কি করিস রে ?
-বৃষ্টি দেখি ।
-বৃষ্টির আবার দেখার কি ?খালি তো পানিই পরে ।এর চেয়ে একটা বদনা নিয়ে পানি ঢেলে দেখলে সুন্দর লাগবে ।চমত্কার আর্ট ।
-ফাজলামি করিস না পুলি পিঠা ।
লিপুকে উল্টিয়ে পুলি ডাকে মিষ্টি ।লিপু মিষ্টির অনেক কাছের বন্ধু ।কিন্তু থাকে অনেক দূর ।ফেসবুকে কথা ।মিষ্টিকেও একটা নামে ডাকে লিপু ।তিতা বলে ।যদিও মেয়েটা অনেক মিষ্টি তবুও তিতা ডাকে ।
-কি হইছে রে তিতা ?
-কিছু না ।
-বল না ।লজ্জা করলে চোখ বুজে আছি আমি ।দেখছি না ।বলে ফেল ।ফিসফিসিয়ে বল ।বেশি লজ্জার কিছু হলে ।
-শয়তান ।তুই বেশী বুঝিছ ।
-ছেলেদের মাথায় বুদ্ধি একটু বেশী থাকে ।তুই তো পেত্নী ।স্ত্রী জাতি ।মাথায় গোবর। ।আচ্ছা তোর গরুটা কেমন আছে ?যার গোবর তুই প্রতিদিন মাথায় ঠুকাস ?
-মাইর খাবি ।
-টাকা লাগবে না তো ।দে দে ।এই সময়ে মাগনা কেউ খেতে দেয় না ।
-ওহ রাগ উঠছে কিন্তু ।
-তুই রাগতেও পারিস ?
-পারি ।
-কতটুকু ?
-অনেক টুকু ।
-রাগলে কি করবি ?
-আমার চশমাটা ভেঙে ফেলব ।
-রাগলেই কি এটা করিস ?
-হ্যাঁ ।
-তোরে একটা চশমার দোকানওয়ালার সাথে বিয়ে দিয়ে দিব ।
-তোকে একটা ফকিন্নীর সাথে বিয়ে দিব ।
-ভাল তো ।বসে বসে খাব ।বউয়ের ইনকাম ।মাঝে মাঝে আমিও বের হব বউয়ের সাথে ।আমি না ছোটবেলা কুতকুত খেলতাম ।খোড়ার অভিনয় ভাল করতে পারব ।
-তুই এত ফাজিল কেন ?
-তুই যে অনেক ভাল তাই ।এই পাগলী ,মন ভাল হইছে তোর ?
-হুম ।তোর মত পুলিপিঠা থাকলে কারও মন খারাপ থাকে ?
-আমি কিন্তু তিতায় শেষ ।এত তিতা তুই ।
-শয়তান ।
-পেত্নী ।
মিষ্টির মনটা আসলেই অনেক ভাল লাগছে । একটা অদেখা মানুষ কত সহজে মন ভাল করে দিল । দেখা মানুষগুলো কারণে অকারণ কষ্ট দেয় । অদেখা মানুষগুলো দেয় না । কাছের মানুষ ব্যথা দেয় । দূরের মানুষ কিছুই করে না । তবে লিপুর মত কিছু অদেখা দূরের মানুষ ... কাছের দেখা মানুষগুলোর কষ্ট ভুলিয়ে দেয় ।এরা অদেখা কাছের মানুষ । সবার একজন করে অদেখা কাছের মানুষ থাকা দরকার । দেখা কাছের মানুষ গুলোর দুঃখ ভুলিয়ে দিতে । হয়ত অদেখা কাছের মানুষ গুলোকে খুব সহজেই ভুলে যায় । কষ্টের সময়টাতে শুধু তাদের কথা মনে পরে । তবুও বুকের কোণে তাদের জন্য একটু মায়া থাকে । কেউ মায়া বাঁচিয়ে রাখে। কেউ পেন্সিল দিয়ে .সাদা কাগজে আঁকা ছোট দাগের মত. ইরেসার দিয়ে মুছে ফেলে ।
লিখেছেনঃ-শেষ রাতের আঁধার
-বৃষ্টি দেখি ।
-বৃষ্টির আবার দেখার কি ?খালি তো পানিই পরে ।এর চেয়ে একটা বদনা নিয়ে পানি ঢেলে দেখলে সুন্দর লাগবে ।চমত্কার আর্ট ।
-ফাজলামি করিস না পুলি পিঠা ।
লিপুকে উল্টিয়ে পুলি ডাকে মিষ্টি ।লিপু মিষ্টির অনেক কাছের বন্ধু ।কিন্তু থাকে অনেক দূর ।ফেসবুকে কথা ।মিষ্টিকেও একটা নামে ডাকে লিপু ।তিতা বলে ।যদিও মেয়েটা অনেক মিষ্টি তবুও তিতা ডাকে ।
-কি হইছে রে তিতা ?
-কিছু না ।
-বল না ।লজ্জা করলে চোখ বুজে আছি আমি ।দেখছি না ।বলে ফেল ।ফিসফিসিয়ে বল ।বেশি লজ্জার কিছু হলে ।
-শয়তান ।তুই বেশী বুঝিছ ।
-ছেলেদের মাথায় বুদ্ধি একটু বেশী থাকে ।তুই তো পেত্নী ।স্ত্রী জাতি ।মাথায় গোবর। ।আচ্ছা তোর গরুটা কেমন আছে ?যার গোবর তুই প্রতিদিন মাথায় ঠুকাস ?
-মাইর খাবি ।
-টাকা লাগবে না তো ।দে দে ।এই সময়ে মাগনা কেউ খেতে দেয় না ।
-ওহ রাগ উঠছে কিন্তু ।
-তুই রাগতেও পারিস ?
-পারি ।
-কতটুকু ?
-অনেক টুকু ।
-রাগলে কি করবি ?
-আমার চশমাটা ভেঙে ফেলব ।
-রাগলেই কি এটা করিস ?
-হ্যাঁ ।
-তোরে একটা চশমার দোকানওয়ালার সাথে বিয়ে দিয়ে দিব ।
-তোকে একটা ফকিন্নীর সাথে বিয়ে দিব ।
-ভাল তো ।বসে বসে খাব ।বউয়ের ইনকাম ।মাঝে মাঝে আমিও বের হব বউয়ের সাথে ।আমি না ছোটবেলা কুতকুত খেলতাম ।খোড়ার অভিনয় ভাল করতে পারব ।
-তুই এত ফাজিল কেন ?
-তুই যে অনেক ভাল তাই ।এই পাগলী ,মন ভাল হইছে তোর ?
-হুম ।তোর মত পুলিপিঠা থাকলে কারও মন খারাপ থাকে ?
-আমি কিন্তু তিতায় শেষ ।এত তিতা তুই ।
-শয়তান ।
-পেত্নী ।
মিষ্টির মনটা আসলেই অনেক ভাল লাগছে । একটা অদেখা মানুষ কত সহজে মন ভাল করে দিল । দেখা মানুষগুলো কারণে অকারণ কষ্ট দেয় । অদেখা মানুষগুলো দেয় না । কাছের মানুষ ব্যথা দেয় । দূরের মানুষ কিছুই করে না । তবে লিপুর মত কিছু অদেখা দূরের মানুষ ... কাছের দেখা মানুষগুলোর কষ্ট ভুলিয়ে দেয় ।এরা অদেখা কাছের মানুষ । সবার একজন করে অদেখা কাছের মানুষ থাকা দরকার । দেখা কাছের মানুষ গুলোর দুঃখ ভুলিয়ে দিতে । হয়ত অদেখা কাছের মানুষ গুলোকে খুব সহজেই ভুলে যায় । কষ্টের সময়টাতে শুধু তাদের কথা মনে পরে । তবুও বুকের কোণে তাদের জন্য একটু মায়া থাকে । কেউ মায়া বাঁচিয়ে রাখে। কেউ পেন্সিল দিয়ে .সাদা কাগজে আঁকা ছোট দাগের মত. ইরেসার দিয়ে মুছে ফেলে ।
লিখেছেনঃ-শেষ রাতের আঁধার
No comments:
Post a Comment